
কমরেড আসাদ্দর আলীর একান্ত স্নেহভাজন ও বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী আজ সন্ধ্যা ৭.২০ মিনিটে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।কমরেড আফরোজ আলীর মৃত্যুতে একজন পরিক্ষিত বাম রাজনৈতিক নেতাকে আমরা হারলাম। কমরেড আফরোজ আলীর মৃত্যুতে বিনম্ভ্র শ্রদ্ধা |…