কালের স্বাক্ষী রেজিস্টারী মাঠ রক্ষা কর Rainbow Media 0 আলোচিত সংবাদ Wednesday, 30 December 2015 রেজিস্ট্রি মাঠ সিলেটবাসী তথা গোটা দেশের ইতিহাসের সাথে এ নামটি ওতোপ্রতো ভাবে জড়িত। জাতির প্রতিটি আন্দোলন সংগ্রাম আর আনন্দের সাথে এ মাঠটির রয়েছে নিবিড় সম্পর্ক। বৃটিশ শাসনাধিন সময় ও পাকিস্তানীযুগের প্রথম দিকে সিলেটে রাজনৈতিক সভা সমাবেশগুলো হতো ঐতিহ্যবাহী গবিন্দপার্কে। ষাটের দশকের প্রথম দিক পর্য্যন্ত গবিন্দপার্কই ছিল সিলেটের রাজনৈতিক সভা সমিতির মুল কেন্দ্র। বোধ করি জনগনের মত প্রকাশের অধিকার সংকুচিত করার হীন মানষে ষাটের দশকের শুরুতে সিলেটের তৎকালিন পশ্চীমা জেলা প্রশাসক মি: হাসান গবিন্দ পার্কে তার নামে একটি মার্কেট নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। সিলেটের প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তি জেলা প্রশাসক হাসানের গৃহিত উদ্যোগের প্রতিবাদ করলেও প্রশাসন তা গায়ে মাখেনি। বরং উগ্র সাম্প্রদায়িকতার কালো ধোয়া তৈরী করে প্রতিবাদ কারীদেরকে বেকায়দায় ফেলে দেয়, তৈরী করে আজকের হাসান মার্কেট। হাসান মার্কেট তৈরী করে তৎকালিন পশ্চীমা জেলা প্রশাসক বাংলা, বাঙ্গালী, শ্রমিক, কৃষক ছাত্র জনতার সমস্যার সমাধান করতে পারেনি, পারেনি তাঁদেরকে টুটি চেপে হত্যা করতে। বিকল্প হিসাবে সিলেটবাসী সিলেট রেজিস্ট্রি অফিসের সামনের মাঠকে সভা সমিতির জন্য ব্যবহার করতে শুরু করে। এক সময় জেলা প্রশাসন রেজিস্ট্রি মাঠকে সভা সমিতির জন্য নিদৃষ্ট করে দেন। কালের স্বাক্ষী রেজিস্ট্রি মাঠে ষাটের দশকের শুরু হতে হাজারো সভা সমিতি হয়েছে। এই রেজিস্ট্রি মাঠে সভা সমিতিতে বক্তৃতা করেছেন মজলুম জননেতা মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর জেনারেল ওসমানী, হাজী মো. দানেশ, ড. আলীম আল রাজি, মশিউর রহমান যাদু মিয়া, তাজ উদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কমরেড আসাদ্দর আলী,পীর হাবিবুর রহমান, আব্দুস সামাদ আজাদ, মো. তোযাহা, দেওয়ান ফরিদ গাজী, আবদুল হক, আবদুল মতিন, আলাউদ্দীন আহমদ, অধ্যাপক মোজাফ্ফর আহমদ, মতিয়া চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, আহমদুর রহমান আজমী, কালের স্বাক্ষী রেজিস্টারী মাঠ রক্ষা কর রেজিস্ট্রি মাঠ সিলেটবাসী তথা গোটা দেশের ইতিহাসের সাথে এ নামটি ওতোপ্রতো ভাবে জড়িত । জাতির প্রতিটি আন্দোলন সংগ্রা... Read More
জননেতা কমরেড আসাদ্দর আলী Rainbow Media 0 Saturday, 26 December 2015 জননেতা কমরেড আসাদ্দর আলী Read More