
সূর্যসেনার তরে পাহাড় গলতে শুরু করেছে কালো মেঘের পাহাড় পথের ঘন অন্ধকারের বুকে সূর্য সেনা ছুড়ে বল্লম শুরু বজ্রপাত ঝড় ঝঞ্ঝাপাত, তিমিরান্ত রাত হবে বুঝি খ্যাত চাঁদের বদলা সূর্য দিবে দেখা। তাই লিখে যাই বেদনার অক্ষরে বজ্রাহত আমার রক্ত লেখা হতাহত সূর্য সেনার তরে॥ ১২.১০০.১৯৫৮ …