Feature Label 3

0
সূর্যসেনার তরে:কমরেড আসাদ্দর আলীসূর্যসেনার তরে:কমরেড আসাদ্দর আলী

সূর্যসেনার তরে পাহাড় গলতে শুরু করেছে কালো মেঘের পাহাড় পথের ঘন অন্ধকারের বুকে সূর্য সেনা ছুড়ে বল্লম শুরু বজ্রপাত ঝড় ঝঞ্ঝাপাত, তিমিরান্ত রাত হবে বুঝি খ্যাত চাঁদের বদলা সূর্য দিবে দেখা। তাই লিখে যাই বেদনার অক্ষরে বজ্রাহত আমার রক্ত লেখা হতাহত সূর্য সেনার তরে॥ ১২.১০০.১৯৫৮ …

0
দাবী ও দায় : কমরেড আসাদ্দর আলীদাবী ও দায় : কমরেড আসাদ্দর আলী

এই দেশ তোমার আমার এই দেশে সোনা ফলাবার মাঠে মাঠে ধান হাসাবার ফসলের বন্যা আনার কাজটিও তোমার আমার। এই দেশ তোমার আমার, এই দেশ সুখে থাকবার আমরাই হচ্ছি দাবীদার এর মাটি জল ঘাস আলোয়-অন্ধকার সুখ-দুঃখ হাসি দীর্ঘশ্বাসে তুমি আমি রব মিলেমিশে। এ পৃথিবী তোমার আমার এর বুকে শান্তিতে বাসা বাধঁবার এর বুকে শান্তিকে …