Feature Label 3

0
assador ali
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৮ম মৃত্যু বাষিকী দিবসে বক্তব্য রাখছিলেন জননেতা কমরেড আসাদ্দর আলী।মাওলানা ভাসানী এবং কমরেড আসাদ্দর আলীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

Post a Comment

কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।