Feature Label 3

0
assador ali
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা সাম্যবাদী দল (এম এল) আয়োজিত কমিউনিষ্ট আন্দোলনের পথিকৃত, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাম্যবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ২৪তম স্মরণ সভায়  বক্তারা বলেন কমরেড আসাদ্দর আলী সাম্রাজ্যবাদ, সা¤প্রদায়িকতা ও শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অগ্রসৈনিক ছিলেন।
assador ali

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, আসাদ্দর আলী ছিলেন ন্যায্য দাবী আদায়ে মুক্তিকামি জনতার পক্ষের অগ্রসৈনিক। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন। তার সৎ ও নিষ্ঠাবান কর্মের মাধ্যমে তিনি দেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরন্তর হয়ে থাকবেন।  সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা বাংলাদেশ সাম্যবাদী দলের উদ্যোগে আয়োজিতকমিউনিটি আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাম্যবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলী’র ২৫তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন

Post a Comment

কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।