Feature Label 3

0


assador ali

 আসাদ্দর আলী আমার রাজনৈতিক গুরু। তাঁর কাছেই আমার রাজনৈতিক হাতে খড়ি ।১৯৫০ সাল থেকে তাঁর পরলোকগমন পর্যন্ত দীঘ চার দশক এই আদর্শ পুরুষের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করার পরম সৌভাগ্য হয়েছে আমার। এ সময়ে এক দিনের জন্যও তাঁর নিদেশিত পথ থেকে বিচ্যুতি হওয়ার দুভাগ্য হয়নি। আজ প্রায় দেড় যুগ হল তিনি   আমাদের মাঝে নেই । তবুও তাঁর রাজনৈতিক দশন ধ্রুব তারার মত আমরা যারা সাম্যবাদে বিশ্বাস করি তাদের আলো বিকিরন করে অন্ধকারে পথ দেখিয়ে যাচ্ছে ।কিন্ত বিশ্বে আজ বুজোয়া গনতন্রের মুখোশ পরে নব্যউপনিবেশবাদ, সামরিক বেসামরিক আমলা তন্ত্রের মাধ্যমে, দেশে দেশে পুজি বাদ ও ধন তন্ত্র বাদ গড়ে তুলতে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশে দেশে জলে, স্থলে, আন্তরীক্ষে মারাতœক মারনাস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর ঝাপিয়ে পড়ছে । ইঙ্গ মার্কিন তথা সারা ইউরোপীয় পুঁজিবাদী যুদ্ববাজরা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা কে আবার তাদের উপনিবশে পরিণত করতে ইত্যবসরে রণক্ষেত্রে পরিণত করছে । তেল গ্যাস হিরা মণিমান্যক সবই তারা লুটে নিয়ে যাচ্ছে। তাই আজ  কমরেড আসাদ্দর আলীর মত সংগ্রামী সাম্যবাদী নেতৃত্বের বড় প্রয়োজন ছিল আমাদের। তাঁর আদশ ও সংগ্রাম মুখর জীবনের উপর আলোক পাত করে বই পুস্তক প্রকাশ করা আজ একান্ত প্রয়োজন । এতে এই মহান নেতার প্রতি আমরা যথাথ সম্মান প্রদশন করতে পারব।
ফজলুর রহমান হিরা মিয়া সভাপতি বাংলাদেশ সাম্যবাদী দল, সিলেট জেলা ।

Post a Comment

কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।