জননেতা কমরেড আসাদ্দর আলী র স্মারক গ্রন্থ। এই স্মারক গ্রন্থে বরুন
রায়,হেনা দাস,কবি দিলওয়ার,মনির উদ্দীন আহমদ এডভোকেট,প্রফেসর মোঃআব্দুল
আজিজ,জুবায়ের সিদ্দিকী,আ ফ ম কামাল,মহি উদ্দিন শীরু,ই ইউ শহিদুল ইসলাম সহ
আরও দেশ বরেন্য অনেক ব্যাক্তি স্মৃতি চারন করেছেন।ধন্যবাদ জানাই তাদেরকে
য়ারা অনেক পরিশ্রম করে বইটি বের করেছিলেন।
Post a Comment
0 comments
কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।