নতুন দিন
কমরেড আসাদ্দর আলী
বিদায়ী সাথি তোমার তীব্র
ভালবাসার সুরা
আমার মনের মনি কোঠায় থাক
রিক্ত মনের তীব্র অভিজ্ঞতা
তার সাথে আজ এক হয়ে যাক যাক।
নতুন সাথী তোমার তিক্ত কঠোর
আলিঙ্গন
আমার চলার পথের বাঁকে বাঁকে
যেন নিত্য নতুন শক্তি নিয়ে
মাটির মত সঙ্গী হয়ে থাকে।।
কমরেড আসাদ্দর আলী স্মারক
গ্রন্থ থেকে সংকলিত
Post a Comment
0 comments
কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।