লাল শপথ
কমরেড আসাদ্দর আলী
আমার ভাইয়ের রক্তে রাঙ্গনো যে রাজপথ
সে পথ ধরে চলবো এবার নিলাম লাল শপথ।
জনম ভরে দেখে এলাম মায়ের চোখে জল
নাঙ্গা ভুখা থাকে সদায় ভাই বোনেরই দল।
বাপ বরাবর ঠেলেন লাঙ্গল পেলেন না ইজ্জত
তাই রক্তে রাঙ্গা পথ ধরিলাম নিলাম লাল শপথ।
কথা কওয়ার অধিকার নাই স্বাধীন দেশে বাস
ভোট নাই তবু হয় নিবাচন নিষ্ঠুর পরিহাস।
কথা কইলে গুলি করে রাঙ্গা করে পথ
তাই রক্তে রাঙ্গা পথ ধরিলাম, নিলাম লাল শপথ।
এগারটি দাবীর ঝান্ডা নিলাম শক্ত হাতে
ছাত্র সমাজ মিশে গেলাম শ্রমিক চাষীর সাথে।
আজ দল বেড়ে বল বেড়েছে, বেড়েছে হিম্মত,
তাই রক্তে রাঙ্গা পথ ধরিলাম, নিলাম লাল শপথ।
(কমরেড আসাদ্দর আলী
স্মারক গ্রন্থ থেকে সংকলিত)
Post a Comment
0 comments
কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।