Feature Label 3

0


Comrade Assador Ali

বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) এর সাধারন সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন কমরেড আসাদ্দর আলী সাম্রাজ্যবাদ, সা¤প্রদায়িকতা ও শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার অগ্রসৈনিক ছিলেন।
গতকাল ৭ফেব্র“য়ারী শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা সাম্যবাদী দল (এম এল) আয়োজিত কমিউনিষ্ট আন্দোলনের পথিকৃত, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাম্যবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলীর ২৪তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সাম্যবাদী দলের সিলেট জেলা সম্পাদক ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে ও জেলা সদস্য অধ্য ব্রজগোপাল দে চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জাসদ সভাপতি আলহাজ্ব কলমদর আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড আফরোজ আলী, সাম্যাবাদী দলের ঢাকা মহানগর আহবায়ক বাবুল বিশ্বাস, কমরেড সজল রায়, মহানর আহবায়ক কমরেড মহেন্দ্র সিংহ, যুগ্ন আহবায়ক ফয়সল আহমদ সজল, বাংলাদেশ যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কমরেড মোশাহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী লুৎপর রহমান, যুবনেতা মোঃ আজাদ, জয়দ্বীপ দাস জনি সহ ১৪দলের নেতৃবৃন্দ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাম্যাবাদী দলের নেতা বিকাশ চন্দ্র দেব, নিবাস চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কামাল কনা মিয়া, ন্যাপ নেতা ইরশাদ আলী, কমরেড শঞ্জয় দত্ত, প্রবিন নেতা আব্দুর রাজ্জাক মিয়া, জোলা ওয়ার্কাস পার্টির সিরাজুল ইসলাম, বাবুল মিয়া ও ইসহাক মিয়া প্রমুখ।আরও জানতে http://www.dainikjalalabad.com

Post a Comment

কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।