মৃত্যুহীন
সকালের ঠান্ডা রোদে জীবনের
ঘ্রাণ
কুয়াশা মদিরা ভরা মাঠের
গেলাস,
আলোর আবির মেখে হেসে উঠে
ঘাস,
অবিভক্ত সুন্দরের সুধা করি
পান।
সূযাতপ তপ্ত বুকে করি অনুভব
সূয সাগরে উঠে প্রানের
জোয়ার
কবিতার মত সাজে ঢেউ এর
কাতার
তার মাঝে আমি ভাসি অজয় মানব
হানাদার মৃত্যু ক্ষুণ্ন
সম্মুখে পাঁচিল,
সূয্য-স্নাত মানুষের অনন্ত
মিছিল।
Post a Comment
0 comments
কমরেড আসাদ্দর আলী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।তিনি সারাজীবন মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন।১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান ছিল।তিনি কমিনিষ্ট আন্দোলনের পথিকৃত এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি ছিলেন।গণ মানুষের নেতা কমরেড আসাদ্দর আলীর স্বরনে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।সাথে থাকার জন্য ধন্যবাদ।